শাহরিয়ার কবির, পাইকগাছা থেকে:
খুলনার পাইকগাছায় দশম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে এ বাল্যবিবাহের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও মাহেরা নাজনীন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের পিতা আসাদুল শেখকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করেন।
সেই সঙ্গে, মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না—এই মর্মে পিতার কাছ থেকে লিখিত মুচলেকাও গ্রহণ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ এবং ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা ফয়সাল হোসেন।
এ সময় ইউএনও মাহেরা নাজনীন স্থানীয়দের উদ্দেশে বলেন, “বাল্যবিবাহ একটি শারীরিক, মানসিক ও সামাজিক শোষণের নাম। এটি বন্ধ করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও কার্যকর ভূমিকা প্রয়োজন।” তিনি আরও বলেন, “শিশুদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে বাল্যবিবাহ প্রতিরোধে সহায়তার আশ্বাস দেন।