এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার সারেংগল এলাকায় এ কর্মসূচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা জানান, সংগ্রামনীল পুলিশ বক্স থেকে সারেংগল বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এক যুগ আগে নির্মিত এ সড়কটিতে এর পর আর কোনো সংস্কার কাজ হয়নি। ফলে প্রতিদিনই এই রাস্তায় চলাচল করতে গিয়ে হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, রাস্তার জায়গায় জায়গায় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। রাস্তাটির বিভিন্ন স্থানে পুরনো ও ঝুঁকিপূর্ণ কালভার্টও ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন- কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাবু, প্রভাষক এনামুল হক এনাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, শফিকুল ইসলাম রানা ও আরও অনেকে।
বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, এ রাস্তাটি শুধু কেওড়া ইউনিয়নের জন্য নয়, আশেপাশের গ্রামগুলোর মানুষের জন্যও গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলেও জানান তারা।
এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত সংস্কার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।