স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের পঙ্গু ও অসহায় বৃদ্ধ মোয়াজ্জিম মিয়া (৭৫) হঠাৎ কালবৈশাখী ঝড়ে সব হারিয়েছিলেন। গত সোমবার (২০ মে) প্রবল ঝড়ে গাছ পড়ে তার একমাত্র আশ্রয়স্থলটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
ঘটনাটি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি তাৎক্ষণিকভাবে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ইউএনও সেদিন রাতেই ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন এবং দ্রুত ঘর নির্মাণের উদ্যোগ নেন।
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নির্মিত হয় একটি ৩৪০ বর্গফুটের দোচালা টিনের নতুন ঘর। ঘর পেয়ে মোয়াজ্জিম মিয়া ও তার স্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, “নতুন ঘর পেয়ে আমরা খুব খুশি। শীত-বর্ষায় আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি এত দ্রুত নতুন ঘর পাবো। এতো বড় উপকারে যারা পাশে দাঁড়িয়েছেন, সবার জন্য আমরা দোয়া করি।”
মানবিক এ উদ্যোগে পুরো নাজিরপুর উপজেলায় প্রশংসায় ভাসছেন ইউএনও মো. ফজলে রাব্বি। তিনি বলেন, “জেলা প্রশাসক স্যারের নির্দেশে দ্রুত ব্যবস্থা নিয়ে ঘরটি তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও মুয়াজ্জিম মিয়ার পরিবার যেন সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করা হয়েছে।”