দেওয়ান মাসুকুর রহমান
বিশেষ প্রতিনিধি ;
শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো বিনামূল্যে ‘শিক্ষাগুরু চক্ষু শিবির ২০২৫’।
বুধবার (১৪ মে) সকালে সেইভ শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত এ শিবিরে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা, চশমা, ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ৫০ জন রোগীর চোখের অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।
চক্ষু শিবিরে বিনামূল্যে চোখের পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের সুযোগ দেওয়া হয়।
কানাডা ও ইংল্যান্ড প্রবাসী শ্রীমঙ্গল ভিক্টোরিয়ানদের আর্থিক সহায়তায় আয়োজিত এই মানবিক উদ্যোগে চিকিৎসা সেবা দিয়েছে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্য, পরিচালনায় ছিলেন সেইভ শ্রীমঙ্গলের সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. মনসুর ইকবাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মো. আব্দুন নুর (বড় হুজুর)।
বিশেষ অতিথি ছিলেন—
- ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী
- শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী
- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বেনুধর ভট্টাচার্য
চোখের আলো ফিরিয়ে আনার এই মানবিক ও মহতী উদ্যোগে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা একে শ্রীমঙ্গলের ইতিহাসে একটি অনন্য ও মানবিক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।