বরিশাল প্রতিনিধি।
ভৌগোলিক নির্দেশিত জি আই পন্যের স্বীকৃতি পেল বরিশালের কৃষি ভিত্তিক পন্য আমড়া।
৩০/৪/২০২৫ ইং বুধবার শিল্প মন্ত্রনালয়ের পেটেন্ট, নকশা,ট্রেড মার্ক অধিদপ্তরের আয়োজনে বরিশালের জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেনের নিকট এ সংক্রান্ত সনদ প্রদান করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবার বরিশাল বিভাগের ভোলার মহিষের দুধের দই ও জিআই পন্যের স্বীকৃতি পেয়েছে।
বরিশালের আমড়া দেশের অন্য জেলার আমড়ার চেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এ আমড়ার খ্যাতি সাড়া দেশ জুড়ে। বরিশালের আমড়ার স্বাদ,গন্ধ এক আলাদা মর্যাদার কারনে দেশের মানুষের কাছে রয়েছে অন্যরকম পরিচিতির।