বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫: প্রকৃতি ও প্রয়োগ প্রকাশিতব্য গ্রন্থটি পরিশীলিত, প্রাঞ্জল ও ব্যবহারোপযোগী করার লক্ষ্যে নীলফামারীতে অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) আইনজীবী ও গবেষক ড. জাহাঙ্গীর আলম সরকার সাগরের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা দেন জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, আইনজীবী কামরুল হক, আব্দুল ওহাব চৌধুরী, নুরুল জাকি স্টালিন, আনিসুল হক প্রমুখ। এতে সঞ্চালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০২ এর পাবলিক প্রসিকিউটর গোলাম মোস্তফা সজীব ও আইনজীবী তাইবুর রহমান।
আলোচনায় অংশগ্রহণকারীরা অধ্যাদেশ সংক্রান্ত গবেষণাগ্রন্থটিকে আরো সহজবোধ্য ও তথ্যবহুল করার জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শও প্রদান করেন।