চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন একটি বড় বিলবোর্ড অপসারণে গিয়ে অভিযান স্থগিত করে ফিরেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ মে) সকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলেও ঝুঁকি ও পরীক্ষার কারণে তা স্থগিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিলবোর্ডটি অপসারণে সকাল ১০টায় অভিযান শুরু হয়। সেন্ট্রাল প্লাজার ছাদে অবস্থিত বিলবোর্ডটির একটি অংশ কেটে ফেলা হয়, কিন্তু আশপাশ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকায় পুরো বিলবোর্ড অপসারণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একই সময়ে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে (বাওয়া) এএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলছিল, যার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে বিলবোর্ডের মালিক এ্যাডফ্রেম কোম্পানির পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেন এর কাছে সময় চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে বিলবোর্ড সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর সিটি করপোরেশনের দল অভিযান স্থগিত করে এলাকা ত্যাগ করে।
জানা গেছে, এ্যাডফ্রেম কোম্পানির মালিক আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু এবং তার অংশীদার হাফিজ উল্লাহ আমিন তিমুর। তাঁরা ২০১৫ সালে বিলবোর্ড অনুমোদন বন্ধের পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে জিইসি মোড়ে ৮টি বিলবোর্ড স্থাপন করেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বার্ষিক ২০ লাখ টাকার চুক্তিতে সিটি করপোরেশন বিলবোর্ডগুলোকে অনুমোদন দেয়। তবে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি, এই অনুমোদন বাতিল করে সাত দিনের মধ্যে বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারা সে নির্দেশ মানেনি, বরং আদালতের শরণাপন্ন হয়।
সিটি করপোরেশনের বেঞ্চ সহকারী আবু জাফর জানান, “বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বিলবোর্ড সরানোর আশ্বাস পাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে।”