সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫।
বৃহস্পতিবার (০১ মে) সকালে জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রীমঙ্গল-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: মাহমুদুর রহমান এবং গীতাপাঠ করেন নয়নমনি পাল।
চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিলের সহকারী নিয়ন্ত্রক (প্রশাসন) আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গলের উপ-পরিচালক ও ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রার মহব্বত হোসাইন।
বক্তারা বলেন,শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মে দিবস একটি ঐতিহাসিক প্রেরণা। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেট আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগ বিশ্বব্যাপী শ্রম অধিকার আন্দোলনের ভিত্তি গড়ে দেয়। তাদের সংগ্রামের ফলেই দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার নীতি প্রতিষ্ঠিত হয়।
আলোচনা সভায় শ্রমিকদের কল্যাণ,নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক-মালিক সম্পর্ক জোরদারে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
মে দিবসের এই আয়োজন মৌলভীবাজারে শ্রমিক-মালিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে,যা একটি শ্রমবান্ধব এবং উন্নয়নমুখী সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।