সিলেট ব্যুরো:
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে আজ রোববার (১৮ মে) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ওরস। সকাল ১০টার দিকে মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের ওরস।
এবার ওরসের আয়োজন করা হয়েছে অসামাজিকতা ও অশ্লীলতা বন্ধ রাখার কঠোর অবস্থানে থেকে। মাজার এলাকায় এবার ভক্ত-আশেকানদের ঐতিহ্যবাহী আসর বসেনি। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
প্রতিবছর আরবি ১৯ ও ২০ জিলকদ—এই দুই দিনে হযরত শাহজালাল (রহ.) এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান সিলেটের শাহজালাল মাজারে উপস্থিত হয়েছেন।
রোববার সকাল থেকেই মাজার প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। দলে দলে এসে তারা মাজারে প্রবেশ করছেন। তবে প্রতিবছরের মতো এবার মাজারের আশপাশে সামিয়ানা টানিয়ে ভক্তদের বসার আসর দেখা যায়নি। শুধু মাজারের পেছনের একটি নির্দিষ্ট স্থানে কিছু ভক্তকে মিলাদ পাঠ করতে দেখা গেছে।
ওরস উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ বক্স, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে।