আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে কমার্স কলেজ রোডে নালার মাটি উত্তোলনের কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৯টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘টিয়ার প্রকল্প’-এর আওতায় এই কাজের উদ্বোধন করা হয়। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নগরবাসীর ভোগান্তি কমাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় এ প্রকল্পের মাধ্যমে ৪১টি ওয়ার্ডজুড়ে খাল ও নালার মাটি দ্রুত উত্তোলনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা আগ্রাবাদ কমার্স কলেজ রোডে মাটি উত্তোলনের কাজ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিয়ার প্রকল্পের সভাপতি ও সদস্যবৃন্দ, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন—ডবলমুরিং থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, বিএনপি নেতা জাফর আহমেদ ও সেলিম খান। এছাড়াও উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি আব্দুস সবুর আকবর, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রহিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ ইয়াছিন নওশেদ, যুবদল নেতা খলিলুর রহমান বাপ্পি, মোঃ রিকু, হানিফ খান রুবেলসহ স্থানীয় এলাকাবাসী।
উপস্থিত নেতারা বলেন, “নগরবাসী যেন জলাবদ্ধতার কারণে দুর্ভোগে না পড়ে, সে জন্য সময়মতো এসব কাজ শেষ করাটা অত্যন্ত জরুরি। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”
উল্লেখ্য, টিয়ার প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ ধরনের কাজ চালিয়ে যাবে সিটি কর্পোরেশন।