বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের নিমদী লঞ্চঘাটের টার্মিনালের সংযোগ জেটি ভেঙে যাওয়ার এক বছর পার হলেও এখনও মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যাত্রী, বিশেষ করে বরিশাল, ঢাকা ও ভোলা rঅঞ্চলের লঞ্চযাত্রীরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জেটিটি ভেঙে থাকায় যাত্রীদের উঠানামায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু যাত্রীরাই নন, চন্দ্রদ্বীপ থেকে খেয়া পার হয়ে ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানদী হাই স্কুল, ধানদী কামিল মাদ্রাসা ও বাউফল কলেজে প্রতিদিন যাতায়াত করে শত শত শিক্ষার্থী। জোয়ারের সময় স্কুল ড্রেস ভিজিয়ে তাদের চলাচল করতে হয়।
রোববার (১৮ মে) সরেজমিনে গিয়ে ধানদী এলাকার যাত্রী মো. সাহাবুদ্দিন চৌধুরী বলেন, “প্রায় ৯ মাস ধরে টার্মিনালের জেটি ভাঙা পড়ে আছে। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে, অথচ কারও কোনো ভ্রুক্ষেপ নেই।”
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা জাকী সাহারিয়ার বলেন, “বিষয়টি নৌপরিবহন বিভাগের প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। খুব শিগগিরই মেরামত কাজ শুরু হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।