চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামে গ্রীসপ্রবাসী ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী ইয়াসমিন আক্তারের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে হয়রানি, মিথ্যা মামলার ভয় দেখানো এবং বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী সিরাজুল ইসলাম ও আয়েশা আক্তার সাংবাদিকদের জানান, বৃদ্ধ বয়সে বড় ছেলে ওমর ফারুককে বিদেশ পাঠাতে তারা ছোট ছেলের কাছ থেকে টাকা নিয়ে এবং নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করেন। গ্রীসে অবস্থানকালে ফারুক যোগাযোগ বন্ধ করে দেন। পরে দেশে ফিরে মা-বাবার ভরণপোষণের প্রতিশ্রুতি দিয়ে বাড়ির দোতলা অংশ হেবা নেন। কিন্তু হেবা নেওয়ার পর থেকেই ফারুক ছাদের দরজায় তালা লাগিয়ে মা-বাবাকে পানি ও ছাদের সুবিধা থেকে বঞ্চিত করেন।
পরে ছোট ছেলে ফরিদকেও বাড়ির নিচতলা হেবা দিলে বড় ছেলে ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে মা-বাবা ও ভাইয়ের ওপর নির্যাতন শুরু করেন বলে দাবি করেন তারা। বাধ্য হয়ে ফরিদ তার পরিবার নিয়ে ঢাকায় চলে যায়।
বৃদ্ধ দম্পতির ভাষ্য, এখন তারা কোনো রকমে বাড়ির এক কোণে মানবেতর জীবনযাপন করছেন এবং প্রতিনিয়ত মিথ্যা মামলার ভয় ও হুমকির মধ্যে আছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওমর ফারুকের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, তারা নিয়মিত মা-বাবার ওষুধসহ আর্থিক সহযোগিতা করে আসছেন। ঘটনাটি নিয়ে তারা সামাজিকভাবে উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন।