শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বিকাশের নাম ব্যবহার করে প্রতারণা করে লাখ টাকা আত্মসাৎ করা এক প্রতারককে অবশেষে জনতা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। শনিবার (১০ মে) সকালে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের রাধানগর এলাকা থেকে জাকির হোসেন (৪২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
জানা গেছে, জাকিরের বাড়ি রংপুরে হলেও তিনি দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলে বসবাস করছেন। সম্প্রতি হালিমা বাজারের আদিল টেলিকম থেকে ৩০ হাজার এবং ঠাকুরবাজারের এক বিকাশ এজেন্টের কাছ থেকে ৪০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
আদিল টেলিকমের মালিক আবুল হোসেন জানান, জাকির দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্টদের লক্ষ্য করে প্রতারণা চালিয়ে আসছে, যার ফলে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আমীর হোসেন বলেন, “আটক জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”