মোঃ মেছবাহুল আলম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর অন্যতম ডিস্ট্রিবিউশন হাউজ “এআর মটোরস্” এর দুই বছর পূর্তি উপলক্ষে ‘সামার ফ্রুটস ফ্রাস্ট অ্যান্ড টু ইয়ার্স সেলিব্রেশন’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থিত এআর মটোরস্ এর নিজস্ব অফিসে জমকালো আয়োজনে এই সেলিব্রেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ লিমিটেডের রংপুর রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার বরুণ কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, এআর মটোরস্-এর স্বত্বাধিকারী মোঃ মোসলেম উদ্দিন খান বাবু, টেরিটরি অফিসার জাহাঙ্গীর আলম, সাবেক টেরিটোরি ম্যানেজার মামুনুর রশিদ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার নাফিউর রহমান রিফাদ সহ সকল সুপারভাইজার ও ডিএসওবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত দুই বছরে “এআর মটোরস্” এলাকার মানুষের কাছে নগদ-এর সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে আরও উন্নত ও বিস্তৃত সেবা নিশ্চিত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ডিস্ট্রিবিউটর ও নগদ কর্মকর্তারা।
উল্লেখ্য, এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে গ্রীষ্মকালীন ফলমূল বিতরণ করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।