অংবাচিং মারমা ,রুমা (বান্দরবান):
বান্দরবানের রুমা উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রুমা সরকারি সাংগু কলেজ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে পারফরম্যান্স বেইজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGSI–STEV) প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা সরকারি সাংগু কলেজের অধ্যক্ষ মোঃ গোলদার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কান্তি দাস, প্রভাষক সুইপ্রুচিং মারমা, এবং রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মোট ৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট,সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান,এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।