সাভার প্রতিনিধি:
সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার পর আহতদের পরিবার সংবাদ সম্মেলন করেছে। শনিবার (২১ জুলাই) বিকেলে আকরাইন বালুর মাঠে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শরীফুল ইসলামের বাবা ফজল আলী শেখ হামলার নেপথ্যে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানান এবং তার ছেলেকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ফজল আলী শেখ বলেন, “আমার ছেলে তো ফাইভ পাশও করেনি, ছাত্রদল করবে কিভাবে? সে পেশায় একজন ট্রাক চালক, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।” তিনি অভিযোগ করেন, গত ১৯ জুলাই সন্ধ্যায় শরীফুল ইসলাম ও তার বন্ধু রবিউল ইসলাম রবিন খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে অবস্থান করছিলেন। তখন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রবিউল ইসলামও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত শরীফুল ইসলাম (২৪) পেশায় ভেকু চালক এবং রবিউল ইসলাম রবিন (২৫) পেশায় রাজমিস্ত্রি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের কেউই কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। তবুও হামলার পর কিছু মহল থেকে তাদেরকে ‘ছাত্রদল কর্মী’ বলে প্রচার করা হচ্ছে, যা নিয়ে এলাকাবাসী ও পরিবারের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদল নেতা সুজন বলেন, “এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তবে যেখানে আহতের পরিবার বলছে তার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নয়, সেখানে কেউ তাদের ছাত্রদল কর্মী বানিয়ে প্রচারণা চালাচ্ছে কেন? কারা এই নাটকের পেছনে, তাদের উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা জরুরি। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার দাবি করছি।”
ঘটনার পর থেকে এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার এবং এই ধরনের গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।