মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর মধ্যপাড়ায় মশার কয়েল থেকে লাগা ভয়াবহ আগুনে দরিদ্র কৃষক আব্দুল গফুরের (৫১) গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কৃষক রাতে প্রতিদিনের মতো কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় কয়েল থেকে আগুন লেগে গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দাউদাউ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘরের অন্যান্য অংশে লেগে আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা চিৎকার শুনে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত আব্দুল গফুর জানান,
“এই গরুগুলাই ছিল আমার শেষ সম্বল। দেনা করে কিনেছিলাম। ভাবছিলাম ঈদের কোরবানীতে বিক্রি করে কিছু ঋণ শোধ করবো, সংসার একটু ভালো চলবে। এখন সব শেষ।”
তিনি আরও বলেন, “ঘুম ভেঙে দেখি আগুন, কিছু করার আগেই গরুগুলো পুড়ে যায়। আমি শেষ হয়ে গেলাম।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক সহানুভূতির সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।