আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ‘উন্নয়নের নামে’ অপরিকল্পিত ও নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
সোমবার (১৯ মে) সরেজমিনে ঘুরে দেখা যায়, গাইবান্ধা রোড, উপজেলা রোড, বেলেরঘাট রোড ও কালীবাড়ি বাজার রোডের বেশ কয়েকটি স্থানে ড্রেনের মধ্য দিয়ে কোনো পানি প্রবাহ নেই। পানি আটকে থেকে আশপাশের শত শত বাসাবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল, যা সাধারণ মানুষের জন্য বড় আর্থিক ধাক্কা।
ক্ষতিগ্রস্ত এলাকা ও নাগরিকদের অভিযোগ
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার ১, ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি জলাবদ্ধতার শিকার। শহরের খাল ও পুরাতন ড্রেন ভরাট করে অপরিকল্পিতভাবে নতুন ড্রেন নির্মাণ করা হলেও, তাতে নেই কোনো বাস্তবসম্মত নকশা কিংবা পানি নিষ্কাশনের সঠিক পরিকল্পনা।
স্থানীয় স্বেচ্ছাসেবক জাকারিয়া মাসুদ জলিল বলেন,
“জলাবদ্ধতা নিরসনে বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও, তাঁরা কোনো কার্যকর ব্যবস্থা নেননি। বরং সমস্যা দিন দিন বেড়েই চলেছে।”
স্থানীয় বাসিন্দা মইন উদ্দিন অভিযোগ করে বলেন,
“নিম্নমানের কাজ ও অপরিকল্পিত নগরায়নের ফলেই প্রতিবারই একই সমস্যার মুখোমুখি হচ্ছি।”
ব্যবসায়ী ছামছুল সরকার জানান,
“ড্রেন ঠিকমতো না থাকায় পানি দোকানে ঢুকে বহু মালামাল নষ্ট হয়েছে। এমন ঘটনা আগেও হয়েছে, কিন্তু কোনো কর্তৃপক্ষ এগিয়ে আসেনি।”
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে পলাশবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার বলেন,
“টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে। তবে ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”