রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার—বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে একটি জনসংযোগমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিবাসন বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব একেএম শরিফুল আলম। সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।
🔹 দক্ষতা উন্নয়নেই কর্মসংস্থানের পথ
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে তুলতে দক্ষতা প্রশিক্ষণের বিকল্প নেই। এ প্রশিক্ষণের মাধ্যমে দেশেই যেমন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, তেমনি বিদেশে দক্ষ শ্রমশক্তি পাঠিয়েও বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।
🔹 নারীর অংশগ্রহণ ও দালাল প্রতিরোধে জোর
সেমিনারে নারীদের কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, বিদেশগমন প্রক্রিয়ায় দালালচক্রের প্রতারণা থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, প্রবাসী এবং বিদেশগমনে আগ্রহী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।