শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজীপাড়ায় গোলসান আরা (৫৫) নামে এক বিধবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করা হয়।
নিহত গোলসান আরা ওই এলাকার মৃত লিয়াকত আলীর স্ত্রী।
পরিবারের সদস্যদের দাবি, সকালে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।