মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):
‘ভূমি সেবা সপ্তাহ’ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা ও সেবা কার্যক্রম। রোববার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ২৭ মে পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. হালিম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা।
সভায় বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন,
“ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবার মাধ্যমে এখন ঘরে বসেই নাগরিকরা নামজারি, খাজনা পরিশোধ, ভূমি রেকর্ড, ম্যাপ, ই-পর্চা সংগ্রহ করতে পারছেন। সেবা সহজ করতে ধারাবাহিকভাবে এ উদ্যোগ চলবে।”
প্রধান অতিথি ইউএনও মাহমুদা জাহান বলেন,
“এই মেলায় সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইন খতিয়ানের সার্টিফায়েড কপি, জরিপ সংক্রান্ত গণশুনানি ও আপত্তি গ্রহণসহ বিভিন্ন ভূমি সেবা দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও সহজে সেবা পান।”
মেলায় অংশগ্রহণকারী সাধারণ জনগণ জানান, এ ধরনের মেলা ভূমি সংক্রান্ত জটিল বিষয়গুলো সহজে বুঝতে ও সমাধান পেতে সহায়ক ভূমিকা রাখছে।