বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামের ব্যবসায়ী নিপেশ তালুকদার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নিহতের পরিবারকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে) বাওনপুর (কাইমগঞ্জ) প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বী ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রইছ মিয়া। সভা পরিচালনা করেন সমাজসেবক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও প্রশাসন খুনীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। উল্টো বিভিন্ন নিরীহ মানুষকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হচ্ছে। বক্তারা এসব হয়রানি বন্ধের দাবি জানান এবং খুনীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
সভায় বক্তারা আরও বলেন, এলাকায় গড়ে ওঠা গুচ্ছগ্রামগুলোতে সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে সমাজে অরাজকতা সৃষ্টি করছে। তারা এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় প্রবাসী ও স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে নিপেশ তালুকদারের পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। নিহত নিপেশের স্ত্রী অনুদান গ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জননেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হক, স্কুল শিক্ষক ইমরান আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, যুবদল নেতা মাসুক মিয়া, ইউপি সদস্য ফজলুল হক ফজলু, এলাকার মুরব্বী আমরুশ আলী, ফরিদ উদ্দিন, আব্দুল মছক্কির, ফেরদৌস মিয়া, আব্দুশ শহীদ, আব্দুল বাছিত, মবুল মিয়া, মখলিছ মিয়া, মাওলানা হেলাল আহমদ, আজাদ মিয়া, সুমন মিয়া, তৈমুছ আলী, রুহান মিয়া প্রমুখ।