মোঃ মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান
খুলনার ৬ নম্বর যোগীপোল ইউনিয়ন পরিষদের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কে অসংখ্য গর্ত, খোয়া উঠে যাওয়া অংশ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় হাঁটুপানি, যেন একাংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের কোনো সংস্কার কাজ হয়নি। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও সাধারণ পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা মোঃ মোশারফ হোসেন বলেন, “ড্রেনে ঠিকমতো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। এতে মানুষ চরম দুর্ভোগে পড়ছে।”
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদস্য জি.এম. এনামুল কবির বলেন, “প্রধান সড়কের উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।”
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাহারা জলি খানম জানান, “জনপ্রতিনিধি হিসেবে অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন। আমিও চাই দ্রুত এই রাস্তার কাজ শুরু হোক।”
ইউনিয়ন সচিব আসমা খাতুন বলেন, “ড্রেন পরিষ্কার করার ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করি আসন্ন ঈদুল আযহার আগেই কিছু কাজ শুরু হবে।”
এ বিষয়ে দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল বলেন, “চলতি অর্থবছরে বাজেট সীমিত থাকায় বড় কোনো কাজ সম্ভব নয়। আগামী অর্থবছরের শুরুতে—জুলাই মাসে—যোগীপোল ইউনিয়নের প্রধান সড়কের উন্নয়ন বাজেট উপস্থাপন করা হবে।”