রিপন মারমা, রাঙামাটি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ও সাপছড়ি বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতিবিজড়িত এই দিনটি স্মরণে ছিল নানা আয়োজন।
রোববার (১১ মে) সকালে চিৎমরম বৌদ্ধ বিহার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে চিৎমরম বাজার ঘুরে রাজগুরু মহাচিৎমরম বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। সেখানে পঞ্চশীল গ্রহণের পর পূণ্যার্থীরা বোধিবৃক্ষের তলে চন্দনের জল ও ফুল নিয়ে পূজা করেন। পরে হাজার প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্বশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
ধর্মদেশনা প্রদান করেন ভান্তে নাইদৌ ভাসা। এ সময় দেখা যায়, অনেক পূণ্যার্থী বোধিবৃক্ষতলে পানি ঢেলে মনের বাসনা পূরণের প্রার্থনা করেন।
সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা বলেন, “গৌতম বুদ্ধ ২৯ বছর বয়সে গৃহত্যাগ করে ৬ বছরের কঠোর তপস্যার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করেন। এই দিনটি তাই বৌদ্ধদের কাছে অত্যন্ত তাৎপর্যময়।”
এছাড়া, চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের এর পক্ষ থেকে তিন পার্বত্য জেলার আগত হাজারো পূণ্যার্থীকে বিনামূল্যে শরবত পরিবেশন করা হয়।
উৎসবে হাজার হাজার বৌদ্ধ নারী-পুরুষ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল শান্তিপূর্ণ, ভক্তিপূর্ণ পরিবেশ।