মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে নৈমিত্তিক ছুটির বেড়া জালে ধরা পড়েছে কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীরা। ফলে শিক্ষাবঞ্চিত হচ্ছে তারা।
শুধু মাত্র উপজেলার পৌর শহরে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা
নৈমিত্তিক ছুটি নিয়ে শিক্ষা কার্য্যক্রমকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আরাম-আয়েশে দিনাতিপাত করছেন। তাদের অবহেলা ও অনিয়মের কারনে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে, ফলে শিক্ষার্থীরা হয়ে পড়ছে অলস।
সোমবার ২১ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা গেছে গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত। এ বিষয়ে অঞ্চলের ক্লাষ্টার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার জানিয়েছেন প্রধান শিক্ষক নৈমিত্তিক ছুটি নিয়েছেন।
সৌরর্যবালা পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা তিনিও নৈমিত্তিক ছুটি নিয়েছেন।
মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক তিনিও নৈমিত্তিক ছুটি নিয়েছেন।
গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম তিনি চিকিৎসার জন্যে ছুটিতে আছেন।
মৌখিক ভাবে ডেপুটেশনে আছেন সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম। বর্তমানে তিনি ননদুরা প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান দিচ্ছেন। সহকারী শিক্ষিকা দিতি বানু মাতৃকালিন ছুটিতে আছেন, অন্য আরেক সহকারী শিক্ষক তিনি নৈমিত্তিক ছুটি নিয়েছেন। সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা তিনিও নৈমিত্তিক ছুটি নিয়েছেন।
ঘোষপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা নৈমিত্তিক ছুটি নিয়েছে,না হলে বিদ্যালয় কেন শিক্ষার্থী শূন্য থাকবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কোন অনিয়ম পাওয়া গেলে আমরা তদন্ত সাপেক্ষে যথাযত ব্যবস্থা গ্রহন করব।