মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী এলাকায় অসময়ে তীব্র নদীভাঙনের শিকার হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার (১২ মে) দুপুরে ইউনিয়নের সমেজঘর তেওতা এলাকায় যমুনার পাড়ে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নদীভাঙনে সর্বস্ব হারানো নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে নদীতে ড্রেজিং ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে নতুনভাবে ভাঙন শুরু হয়েছে। এতে নদীসংলগ্ন বসতভিটা, ফসলি জমি, সড়ক, সেতু, মসজিদ, মাদ্রাসা ও স্কুল হুমকির মুখে পড়েছে।
ভাঙনের ভয়াবহতা ও স্থানীয়দের দাবি
বক্তারা জানান, বিগত বছরগুলোর মতো এবারও যমুনার ভাঙনে শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান, যাতে বর্ষা মৌসুমের আগেই কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায়।
স্থানীয় জনপ্রতিনিধির মন্তব্য
মানববন্ধনে অংশ নিয়ে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা বলেন, “যমুনার অব্যাহত ভাঙনে তেওতা ইউনিয়নসহ আশপাশের বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। বর্ষার আগেই স্পর্শকাতর পয়েন্টগুলোতে জিও ব্যাগ ফেলে এবং প্রয়োজনীয় স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।”
মানববন্ধন থেকে এলাকাবাসী প্রধান উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।