হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শার্শা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজীব হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই-জাহান।
তিনি বলেন, “নারীর ক্ষমতায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) শওকত মেহেদী সেতু, সমবায় কর্মকর্তা মো. রাশেদ, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথি উপজেলা কর্মকর্তা ড. কাজী নাজীব হাসান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। অতীতে একটি সময় ছিল, যখন কন্যা শিশু জন্ম নিলে সমাজ তাকে অবহেলা করত। তবে সময় বদলেছে, এখন নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।”
আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এই আয়োজনে শার্শা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজন নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের অগ্রযাত্রাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।