উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলা ভরসাকাঠী গ্রামের ৪ নং ওয়ার্ড জমায়েত ইসলামের সভাপতি ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারির গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা। এ ঘটনায় ৪ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের।
স্থানীয়, এজার ও পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠি গ্রামের ৪ নং ওয়ার্ড জামায়েত ইসলামের সভাপতি আল-আমিন ফকিরক(৩৫)কে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির জাহাঙ্গীর ফকির (৫০) ও ইমন ফকির (২৫)এর নেতৃত্বে শুক্রবার সকাল দশটায় অতর্কিত হামলা চালিয়ে বেদম মারধর করেন। একপর্যায়ে প্রতিপক্ষ শক্ত রশি দিয়ে আল আমিন ফকিরের গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়।
এ সময়ে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান ভিকটিমের গলায় শক্ত রশি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা হয়েছিল তার আলামত রয়েছে। আল-আমিন ফকিরের সজনরা জানান প্রতিবেশী তানিয়া বেগম (৪০) এর সাথে বিরোধ থাকায় প্রতিপক্ষ জাহাঙ্গীর ও তার পুত্র ইমন মিলে তানিয়ার উপরে হামলা চালায় বিষয়টি প্রতিবাদ করতে গেলেই আল আমিন এর উপরে হামলা চালিয়ে তাকে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর ও ইমন জানান, আমাদের সাথে হাতাহাতি ও মারামারি হয়েছে কিন্তু তাকে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা বিষয়টি ভিত্তিহীন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান এ ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মাহফুজুর রহমান মাসুম