মামুনুর রশিদ আবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আব্দুল বাকী (৬০) নামে এক ব্যক্তির
মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর
আঞ্চলিক মহাসড়কে অবস্থিত রানীগঞ্জ বাজারে (ধানহাটি) তে এই মর্মান্তিক
দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাকী উপজেলার ৩ নং সিংড়া ইউপ্#ি৩৯;র মারুপাড়া গ্রামের মৃত
আব্দুল কাফি মওলানার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি উপজেলার ৩ নং সিংড়া ইউপ্#ি৩৯;র
রানীগঞ্জ বাজারে (ধানহাটি) নামক স্থানে বাইসাইকেল নিয়ে রাস্তা পারাপারের
সময় ঢাকা থেকে ছেড়ে আসা স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস (লি:) কাভার্ড ভ্যান
(যার নম্বর-ঢাকা মেট্রো-ম-১১-৭৯১৫) এর সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর জখম
হয়। স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে জরুরী বিভাগে
চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার ফারহান
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাভার্ড ভ্যানের চালক ওমর ফারুক (২৪) এর সাথে কথা হলে তিনি বলেন, আমি
সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু উনি কোনদিক না দেখেই রাস্তা পার হচ্ছিলেন।
আমি সজোরে ব্রেক কষেও নিয়ন্ত্রণ করতে পারিনি। চালকের বাড়ি গাইবান্ধা
জেলার ঢোলভাঙ্গা উপজেলায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান,
ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও চালক থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার
প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রবণতা
- জয়পুরহাটে তৃতীয় শ্রেণীর ছাত্র তিনদিন যাবৎ নিখোঁজ, পরিবারের দাবী অপহরণ
- লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে নির্যাতন, শিক্ষকের বিরুদ্ধে সেনা ক্যাম্পে অভিযোগ!
- কমলগঞ্জে ইয়াবা সম্রাট শিপন আটক
- মধুটিলায় রবির অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা
- বিএনপি একমত নয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে
- দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে
- আড়াইশ বছরের ঐতিহ্যে গাঁথা কিশোরগঞ্জের পাগলা মসজিদ: দেশের শীর্ষ আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান
- আগামকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা