মামুনুর রশিদ আবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আব্দুল বাকী (৬০) নামে এক ব্যক্তির
মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর
আঞ্চলিক মহাসড়কে অবস্থিত রানীগঞ্জ বাজারে (ধানহাটি) তে এই মর্মান্তিক
দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাকী উপজেলার ৩ নং সিংড়া ইউপ্#ি৩৯;র মারুপাড়া গ্রামের মৃত
আব্দুল কাফি মওলানার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি উপজেলার ৩ নং সিংড়া ইউপ্#ি৩৯;র
রানীগঞ্জ বাজারে (ধানহাটি) নামক স্থানে বাইসাইকেল নিয়ে রাস্তা পারাপারের
সময় ঢাকা থেকে ছেড়ে আসা স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস (লি:) কাভার্ড ভ্যান
(যার নম্বর-ঢাকা মেট্রো-ম-১১-৭৯১৫) এর সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর জখম
হয়। স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে জরুরী বিভাগে
চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার ফারহান
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাভার্ড ভ্যানের চালক ওমর ফারুক (২৪) এর সাথে কথা হলে তিনি বলেন, আমি
সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু উনি কোনদিক না দেখেই রাস্তা পার হচ্ছিলেন।
আমি সজোরে ব্রেক কষেও নিয়ন্ত্রণ করতে পারিনি। চালকের বাড়ি গাইবান্ধা
জেলার ঢোলভাঙ্গা উপজেলায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান,
ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও চালক থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার
প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রবণতা
- গাজীপুরে সড়ক অবরোধ : কয়েক কিলোমিটার তীব্র যানজট
- মব সৃষ্টিকারীদের সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার
- উপদেষ্টা পরিষদে আসছে নতুন মুখ, বুধবার শপথ
- শৃঙ্খলা ভঙ্গের দায়ে উজিরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক বহিষ্কার
- “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান
- পাইকগাছায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী
- সমালোচনার মুখে স্কুলে ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিল