মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
বিগত ফেসিস্ট আওয়ামীলীগ সরকারের সতের বছরে বিআরডিবিতে বদলি ছাড়া কোন কর্মচারীদের কল্যাণে কোন কাজ হয়নি। মাঠকর্মিরা বেতনও পাননি। আমরা পাঁচ আগস্টের পর কর্মচারীদের আবেদন নিয়ে প্রায় নব্বই শতাংশ কাজ সম্পাদন করেছি বলেছেন, পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি একেএম মনিরুল হক মুনির।
শনিবার (০১ মার্চ/২৫) দুপুরে নীলফামারী শ্রমিক দলের অন্তর্ভূক্ত পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়ন বি-১৯২৫ এর আয়োজনে শহরের থ্রী স্টার কনফারেন্স রুমে আয়োজিত কর্মচারী সমাবেশে এসব বলেন তিনি।
সভাপতি আরও বলেন, বিআরডিবিতে আরডিও, এআরডিও এবং হিসাবরক্ষক ছাড়া আর কেউ বেতন পায় না। তাদের বেতন ব্যবস্থা আগে করতে হবে। আমরা সেই লক্ষেই কাজ করছি। এছাড়াও যাদের পদোন্নতী হয়না, আমরা পাঁচ আগস্টের পরে সেই প্রবিধান পালাও সম্পন্ন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আপনাদের সকল সুযোগ-সুবিধা প্রতিষ্ঠার জন্য আমরা সর্বদা কাজ করবো।
তিনি তিরানব্বইয়ের শ্রমিকলীগের সদস্যদের হুশিয়ারী করে বলেন, এখনো সময় আছে আপনারা আমাদের বিরুদ্ধে কোন গুজোব না ছড়িয়ে আপনারা কর্মচারীদের স্বার্থে কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মুনির বলেন, সংস্কারের প্রয়োজন আছে। আপনারা যে সংস্কারের কথা বলছেন, আমার নেতা দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন এগুলোই সংস্কার। তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। কারণ জনগণ এখন নির্বাচন চায়। এই ৩১ দফা রাজনৈতিক সিদ্ধানের ব্যাপার। জনগণের ভোটে যে সরকার আসবে বড় বড় সংস্কারগুলো তাদের মাধ্যমেই হবে।
এসময় নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান,পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বরকত আলী,বিআরডিবির সদর সহ ছয় উপজেলার মাঠকর্মী ও শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নীলফামারী পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সভানেত্রী নুরজাহান পারভীনকে সভাপতি ঘোষণা করেন অতিথিরা।