নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :পবিত্র মাহে রমাজানের পবিত্রতা রক্ষা করি দিনের বেলা হোটেলে রেস্তোরা বন্ধ রাখি, নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখা সহ সকল বেহায়াপনা বন্ধ রাখার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে জামায়ের যুব বিভাগের র্যালি ইসলামী রাণীশংকৈল উপজেলা শাখার যুব বিভাগের আয়োজনে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা জামায়েতের অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য স্বাগত র্যালি বের হয়।র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ সহ উপজেলা গেট শিবদিঘী বাজার সহ বিভিন্ন স্থান ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়েতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী, নাবেয়ে আমির মিজানুর রহমান মাস্টার, ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোকারম হোসেন,নন্দুয়ার ইউনিয়ন মাজায়েতের আমির মাওলানা আনিসুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর কমিটির জমায়াতের নেত্রীবৃন্দ সহ প্রায় কয়েক হাজার। উল্লেখ যে প্রায় ১৭ বছর পরে পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে এত বড় র্যালি অনুষ্ঠিত হয়েছে রাণীশংকৈলে।