উজিরপুর বরিশাল প্রতিবেদক :
বরিশাল জেলার উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে রাতের আঁধারে দুই কৃষকের ৭০ শতাংশ জমির কাচা ধান কেটে নিলো চোর চক্র। এ ঘটনা খোলনা গ্রামের মোঃ সিদ্দিক হাওলাদার ও আলী আকবর হাওলাদার নামক দুই ব্যক্তির উজিরপুর মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, খোলনা মৌজার এস এ খতিয়ান, ২১১,২১০,২০৯,২০৮ এর ১২৮৬,১২৮৪,১২৮৫ দাগের মোট ৭০ শতাংশ জমির কাঁচা ধান রাতের আঁধারে কে বা কারা কেটে নিয়ে গেছেন বলতে পারেনা জমি মালিক।

জমির মালিক সিদ্দিক হাওলাদার জানন,এ জমি প্রতিবেশী আদেল হাওলাদারের পুত্র জাহাঙ্গীর হাওলাদারের কাছে বর্গা দেন , কিন্তু ১৮ এপ্রিল সকালে জমির মালিক জমিতে গিয়ে দেখেন তাদের জমির কাচা ধান অজ্ঞাত এক চোর চক্র কেটে নিয়ে গেছে। এ বিষয়ে বর্গা চাষী জাহাঙ্গীর হাওলাদার কে জিজ্ঞেস করলে তিনি বলেন, জমির ধান কে বা কারা কেটে নিয়ে গেছেন তিনি জানেন না। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, অজ্ঞাতদের নাম উল্লেখ করে কাঁচা ধান কেটে নেওয়ার দুটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মাহফুজুর রহমান মাসুম
উজিরপুর বরিশাল প্রতিবেদক