মো.ইলিয়াস সানি,তজুমদ্দিন, ভোলা :
ভোলার তজুমদ্দিনে আজ শনিবার বিকেলে প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করে ফিলিস্তিনের পক্ষে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তাওহীদি জনতা ব্যানারে আয়োজিত এই সমাবেশে শত শত মানুষ অংশ নেন।
বৃষ্টির তোয়াক্কা না করে, মাথায় ছাতা এবং হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে তারা রাস্তার উপর জড়ো হন। ক্ষোভে উত্তাল জনতা গর্জে ওঠেন, ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে এবং দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা মুসলমান, আমরা ন্যায়ের পক্ষে। ফিলিস্তিনের ভাই-বোনদের রক্ত বৃথা যেতে দেব না।” তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন তারা নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়।
এ সময় বৃষ্টির মধ্যে স্লোগান ওঠে:
“ফিলিস্তিনের মুক্তি চাই – মানবতার জয় হোক!”
তজুমদ্দিনের সাধারণ জনগণের এমন সাহসী অবস্থান প্রমাণ করে, ন্যায়ের পাশে দাঁড়াতে তারা কোনো পরিস্থিতিকে ভয় পায় না।