নেত্রকোণা প্রতিনিধি
কিশোরগঞ্জে মাদরাসার এক শিক্ষার্থী অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো. মুজাহিদুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চেংজানা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
সোমবার (২৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, একই দিন বেলা আড়াইটার দিকে কেন্দুয়ার চেংজানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় গত ১ ডিসেম্বর মাদরাসার শিক্ষার্থী অপহরণ মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।