বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি.
আওয়ামীলীগের বিচার ও নিষিদ্ধের দাবীতে নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুলাই গনঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ এর নেতৃবৃন্দরা। শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তৃতা দেন ওয়ারিয়র্স অফ জুলাই জেলা কমিটির আহ্বায়ক মো. সাইমুন সাকিব, যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুল্লাহ, সদস্য সচিব হাসান রেজা, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব শাহরিয়ার ইসলাম হাবিল, মুখ্য সংগঠক মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ, মুখপাত্র সিয়াম হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন,‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দুর্নীতি, দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তা কখনও মেনে নেওয়া যাবে না। বাংলাদেশে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকারের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে আওয়ামীলীগের দ্বারা সংঘটিত সকল অন্যায়, হত্যা, গুমের বিচার নিশ্চিত করতে হবে এবং অতিদ্রুত তাদের নিষিদ্ধ ঘোষনা করতে হবে।’
প্রবণতা
- ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর প্রতারণার অভিযোগ
- নওগাঁর আত্রাই কাঁচা রাস্তার বেহাল দশা দুর্ভোগে তিন উপজেলা বাসি
- সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ ঢাকাস্থ দুর্গাপুরবাসী
- যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল
- বেনাপোলে ঈদ বাজারে বাহারি জুতা কেনার ব্যস্ততা
- ভোট দেয়ার অধিকারের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছিঃকাজী রওনাকুল ইসলাম টিপু
- সালথায় গাছ থেকে পড়ে শ্রমিক নিহত
- পথশিশু ও গৃহহীনদের নিয়ে জবি হিউম্যান রাইটস সোসাইটির ইফতার আয়োজন