লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
“শিমুল ফোটা উৎসব পালন করি, দেশীয় সংস্কৃতি লালন করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো জামালপুরের সরিষাবাড়ীতে উদযাপিত হলো শিমুল ফোটা উৎসব।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকার তানজিম পল্লীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এ উৎসব।
উৎসবের উদ্বোধন করেন তানজিম পল্লীর প্রজাপতি পার্ক ও দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যানের প্রতিষ্ঠাতা এবং আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিংনা সুজাত আলী অনার্স কলেজের প্রভাষক আফরোজা বুলবুল, পোগলদিঘা ডিগ্রি কলেজের প্রভাষক এম. এম. মিজানুর রহমান, শিক্ষিকা আজিবুন নেছা অনি প্রমুখ।
বক্তারা বলেন, শিমুল ফুল ফাগুনের অনন্য সৌন্দর্যের প্রতীক। শিশু থেকে প্রবীণ, সব বয়সী মানুষই এর রক্তিম সৌন্দর্যে মুগ্ধ হয়। তবে দুঃখজনকভাবে আমাদের দেশে শিমুল গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এ উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে শিমুল সংরক্ষণ এবং দেশীয় গাছপালা রোপণের আগ্রহ সৃষ্টি করাই মূল লক্ষ্য।
উৎসবে বক্তারা দেশীয় শিমুল ফুল ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা শিমুল ফুলকে কেন্দ্র করে এমন আয়োজনের প্রশংসা করেন।
উদ্বোধনী বক্তব্যে মো. হাসমত আলী বলেন, “শিমুল, জারুল, কদম ফুল সৌন্দর্যের দিক থেকে বিশ্বের যেকোনো ফুলের সঙ্গে তুলনীয়। শিমুল ফোটা উৎসবের মধ্য দিয়ে আমরা দেশীয় সংস্কৃতিকে লালন করব। আগামীতে সারা দেশে এই উৎসব ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে এবং শিমুল গাছ রোপণের প্রচার চালানো হবে।”
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শিমুল ফুলের স্নিগ্ধতায় সবার মন ভরে ওঠে, আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে চারপাশে।