মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): সামাজিক উন্নয়ন ও মানবসেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নচূড়া ইউনিটি” ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। গত শুক্রবার (১৪ মার্চ) তুলসিঘাটে সংগঠনটির সোসাল ফেস ফাউন্ডেশন পরিচালিত “আমাদের স্কুল”-এর ৫০ জন ঝরে পড়া এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা বিতরণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াছিন আরাফাত এবং সাধারণ সম্পাদক এস আর সাদ্দাম। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে লাম, সুজন, স্বপন, আপন, পল্লব, ঈসা ও ইভা উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াছিন আরাফাত বলেন,”ঝরে পড়া শিশুদের শিক্ষার পথ সুগম করতে আমরা নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি। শিক্ষা থেকে কেউ পিছিয়ে পড়ুক, সেটা আমরা চাই না।”
সাধারণ সম্পাদক এস আর সাদ্দাম বলেন,”আমরা বিশ্বাস করি, শিক্ষাই পারে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে। এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।”
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, স্বপ্নচূড়া ইউনিটি-এর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতেও সংগঠনটি মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, স্বপ্নচূড়া ইউনিটি দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসেবা ও সমাজ উন্নয়নে কাজ করে আসছে। তাদের এ উদ্যোগ অনেক ঝরে পড়া শিক্ষার্থীর জন্য শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।