পলাশ মণ্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক (কৃষি) আনোয়ারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১২ মে) সকালে কলেজ অডিটোরিয়ামে গভর্নিং বডির (এডহক কমিটি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি নূর এ আজম বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক-কর্মচারীরা।
সিদ্ধান্ত অনুযায়ী, মুনজুর মোরশেদকে পূর্বের উপাধ্যক্ষ পদে পুনর্বহাল করা হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, মুনজুর মোরশেদের বিরুদ্ধে “স্বৈরাচারী সরকারের সহযোগিতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার, অশোভন মন্তব্য এবং কলেজ পরিচালনায় অনিয়মের” অভিযোগের ভিত্তিতে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুনজুর মোরশেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।