মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি):
গাইবান্ধার সাঘাটায় গরুর ফার্মে অগ্নিকাণ্ড ছয়টি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় পথে বসেছেন ফার্ম মালিক।
গত শনিবার রাত তিনটার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আসলাম মন্ডলের গরুর ফার্মে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পুরো ফার্মে ছড়িয়ে পড়ে। গরুর ফার্মটি ভর্স্মিভূত হয়ে যায়। এতে ওই ফার্মের ৫টি বিদেশি জাতের গাভী ও একটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। ফার্মের
আসলাম মন্ডল জানান, অনেক কষ্ট করে টাকার পয়সা জমিয়ে ফার্মটি করেছিলাম। আমার সব গরু শেষ হয়ে যাওয়ায় পথে বসে গেলাম।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ কামাল জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে