চাইথোয়াইমং মারমা, নিজস্ব প্রতিবেদক (রাঙ্গামাটি)
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ-এর উদ্যোগে রাজস্থলী উপজেলায় দিনব্যাপী পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলা মডেল মসজিদের হল রুমে কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী বিশিষ্টজনরা কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি কাপ্তাই পাল্পউড বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র। কর্মশালাটি পরিচালনা করেন কারিতাস বাংলাদেশ সিপিপি-২ প্রকল্পের রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ সুমন।
এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন:
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য
প্রকল্পের মাঠ সহায়ক রবিউল ইসলাম ও সুকান্ত কুমার তংচংগ্যা
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব রফিকুজ্জামান
রেঞ্জ কর্মকর্তা তুহিনুল হক
মডেল মসজিদের খতিব
প্রধান শিক্ষক জোস্না বেগম
তাংতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদ উল্যাহ
বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
পরিবেশ সুরক্ষায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
✅ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা
✅ পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ
✅ অবৈধভাবে বালু উত্তোলন ও বৃক্ষনিধন রোধ
✅ তামাক চাষ বন্ধ করা ও পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম বাস্তবায়ন
✅ প্লাস্টিক বোতল ও পলিথিন ব্যাগের ব্যবহার হ্রাস
✅ পাহাড়ে অনিয়ন্ত্রিত গাছ কাটা এবং পাথর ও বালুর অনিয়ন্ত্রিত উত্তোলন বন্ধ করা
অনুষ্ঠানের সমাপনীতে অতিথিরা পরিবেশ রক্ষার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তারা পরিবেশবান্ধব জীবনযাপন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নের জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন। পরিবেশ সুরক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।