ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলী প্রামাণিক (৫২) গত কয়েক দিন ধরে পদ্মা নদীর বিভিন্ন ঘাট দখলে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করে চলেছেন ভুক্তভোগীরা।
উপজেলা সদর ইউনিয়নে পদ্মা নদীর এক পারে রয়েছে এম.পি ডাঙ্গী গ্রামের ঘাট। আর অপর পারে রয়েছে চরহরিরামপুর ইউনিয়নের শালেপুর মৌজার জৈনদ্দিন বিশ্বাসের ঘাট।
পদ্মা নদীর উক্ত দুটি পয়েন্টে চলমান (এম.পি ডাঙ্গী ও শালেপুর) ঘাটটি জবর দখল করে নিতে গিয়ে গত শুক্রবার লোকজন দিয়ে মারামারির ঘটনা ঘটিয়েছেন ওই ইউনিয়ন বিএনপি নেতা আলী প্রামাণিক। এতে উক্ত নৌ-রুটের যাত্রীসহ ঘাট কর্তৃপক্ষ আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন।
জানা যায়, ইউনিয়ন বিএনপি নেতা আলী প্রামাণিক উপজেলার গাজীরটেক ইউনিয়নের পদ্মা নদীর চরহাজীগঞ্জ টু নয়াবাড়ী ঘাটটি চলতি বছর ইজারা নিয়েছেন। তিনি একটি মাত্র ঘাট ইজারা নিয়ে প্রভাব প্রতিপত্তি ও জোর ঘাটিয়ে এবং বিএনপির রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে আশপাশের পদ্মা নদীর পাঁচটি ঘাট দখল করেছেন। একই সঙ্গে উপজেলা সদর ইউনিয়নের পদ্মা নদীর এম.পি ডাঙ্গী গ্রামের ঘাট ও চরহরিরামপুর ইউনিয়নের শালেপুর জৈনদ্দিন বিশ্বাসের ঘাটটিও দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন।
রোববার (২০ এপ্রিল) উপজেলা পদ্মা নদীর এম.পি ডাঙ্গী ও শালেপুর জৈনদ্দিন বিশ্বাসের ঘাট ইজারাদার ভুক্তভোগী সোহেল খান (৫০) জানান, গত বিশ বছর ধরে এম.পি ডাঙ্গী ও শালেপুর ঘাট দুটি চরভদ্রাসন উপজেলা সদরের ঐতিহ্যবাহী গোপালপুর ও মৈনট আন্তঃজেলা ঘাটের অধীনে চলে আসছে। তিনি জানান, প্রতি বছর আমরা গোপালপুর ও মৈনট আন্তঃজেলা ঘাট মালিকের কাছ থেকে সাব-ইজারা নিয়ে এবং উপজেলার চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে লিখিত অনুমোদন এনে গত ছয় বছর ধরে আমি ঘাটটি পরিচালনা করে চলেছি। চলতি বছরেও একই কায়দায় ঘাটটি চালাচ্ছিলাম।
তিনি আরও জানান, তার ঘাট থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বের পশ্চিম দিকে পদ্মা নদীর চরহাজীগঞ্জ ও নয়াবাড়ী ঘাট ইজারাদার আলী প্রামাণিক হঠাৎ করে গত শুক্রবার সকালে তার লোকজন দিয়ে যাত্রী পারাপারের জন্য শালেপুর জৈনদ্দিন বিশ্বাসের ঘাটে ট্রলার লাগায়। উক্ত বিএনপি নেতার লোকজন গিয়াস ফকির (৫০) আজম শেখ (৪৫) ও মঙ্গল শেখ (৫৫) পদ্মা ঘাটের যাত্রীদের জোর পূর্বক তাদের ট্রলারে উঠাতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আলী প্রামাণিকের মাঝিরা বলতে থাকে ‘আমরা বিএনপি নেতার অনুমতি নিয়ে ঘাটে ট্রলার লাগিয়েছি, তোকে আমরা দেখে নেবো।’ এসব হুমকি-ধুমকীর পর তারা শালেপুর জৈনদ্দিন বিশ্বাসের ঘাট ইজারাদার ভুক্তভোগী সোহেল খানের নামে বিভিন্ন মামলা দায়েরের পাঁয়তারা করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে রোববার গাজীরটেক ইউনিয়ন বিএনপি সভাপতি আলী প্রামাণিককে জিজ্ঞেস করলে তিনি জানান, ‘এ বছর আমি উপজেলা গাজীরটেক ইউনিয়নে পদ্মা নদীর চরহাজীগঞ্জ টু নয়বাড়ী ঘাটটি ইজারা নিয়েছি। এ ইজারাকৃত ঘাটের চৌহদ্দী সীমানার মধ্যে পূর্বে এক সময় শালেপুর জৈনদ্দিন বিশ্বাসের ঘাটটি অন্তর্ভুক্তি ছিল। তাই আমি উক্ত ঘাটটি দখল করার জন্য গিয়েছিলাম।’
একই দিন উপজেলার গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, ‘অত্র ইউনিয়নে পদ্মা নদীর চরহাজীগঞ্জ টু নয়াবাড়ী ঘাটটি এ বছর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী প্রামাণিক ইজারা নিয়ে আশপাশের আরও সাতটি ঘাট লুটেপুটে খাচ্ছেন। উক্ত ঘাট মালিক প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার জোরে পদ্মা নদীর চরমোহন মিয়া গ্রামের ঘাট, নতুন ডাঙ্গী গ্রামের ঘাট, চরহোসেনপুর ঘাট, চরহরিরামপুর ঘাট, শালেপুর বাদশার খেয়া ঘাট ও তোতার খেয়া ঘাট লুফে নিয়েছেন। একই সঙ্গে সে চরশালেপুরের জৈনদ্দিন বিশ্বাসের ঘাটটিও দখল নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি আরও বলেন, ‘আলী প্রামাণিক ঘাটগুলো নিয়ে যাত্রী প্রতি দ্বিগুণ হারে ভাড়া আদায় করে চলেছেন।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, ‘আলী প্রামাণিককে আমি তার ইজারাকৃত ঘাটে চৌহদ্দি সীমানা দেখাতে বলেছিলাম। কিন্তু তিনি চৌহদ্দি সীমানার কাগজপত্র এখানো দেখাতে পারেন নাই। তাই পদ্মা নদীর শালেপুর জৈনদ্দিন বিশ্বাসের ঘাটটি চরহরিরামপুর ইউপি সদস্য আব্দুস ছাত্তারের মাধ্যমে চালানো হচ্ছে।’