মোঃ জালাল উদ্দীন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সমাজ কল্যাণ পরিষদ রানীহাটি জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে এবং ম্যাক্স হাসপাতালের সহযোগিতায় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত রানীহাটি জামে মসজিদ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পে প্রায় ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন—
- ডা. মোঃ আব্দুস সামাদ (হৃদরোগ বিশেষজ্ঞ)
- ডা. মোঃ মাহফুজুর রহমান (শিশুরোগ বিশেষজ্ঞ)
- ডা. মোঃ মিনহাজুল ইসলাম (মেডিসিন বিশেষজ্ঞ)
- ডা. মোঃ ইসরাফিল ইসলাম (সার্জারি বিশেষজ্ঞ)
- ডা. জিন্নাত আরা (গাইনী বিশেষজ্ঞ)
এসময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিষদের অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম (নয়ন), মোঃ আরিফ বিল্লাহ (কাজল), রানীহাটি জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আনসার আলী, সাধারণ সম্পাদক বারিউল আনামসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এই আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।