ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের বাসন্ডা নদীর পশ্চিম অংশের ৭ নম্বর ওয়ার্ডের লবণ মিল সংলগ্ন নদীপাড়ের সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল ১১টায় বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আফজাল সরদার, কাজী কামাল, সৈয়দ ইলিয়াস, মিরাজ খান, মো. জুন্নুন হোসাইন, হৃদয় ও হাসানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পশ্চিম ঝালকাঠির ৭ নম্বর ওয়ার্ডের লবণ মিল–সংলগ্ন সড়কটি শহরের গুরুত্বপূর্ণ একটি পথ। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। এলাকাটিতে একাধিক লবণ মিল ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় এটি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত। নদীভাঙনের কারণে সড়কের একটি বড় অংশ বিলীন হওয়ার পথে। অথচ এখনো পর্যন্ত নদীভাঙন রোধে কিংবা সড়ক সংস্কারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এটি একটি পুরাতন সড়ক ও ব্যবসায়িক এলাকা হওয়ায় সড়কটির গুরুত্ব অপরিসীম। দ্রুত সড়ক সংস্কার ও নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
এস.এম. পারভেজ