ঝালকাঠি প্রতিনিধি :
গ্রাহক হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ঝালকাঠি বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দুদকের অনুসন্ধানী দল বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন নথিপত্র তল্লাশি করে। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস সনদ প্রদানে একাধিক অসঙ্গতি ও অনিয়ম শনাক্ত করেন কর্মকর্তারা।
দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, “বিআরটিএতে অভিযান চালিয়ে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। কর্তৃপক্ষ এসব অনিয়ম সংশোধনের আশ্বাস দিয়েছেন।”
অভিযান শেষে দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে।
এস.এম. পারভেজ