দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি, মো. সুমন মৃধা:
পটুয়াখালীর দুমকি উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ খানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খানবাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে এক কক্ষে আটকে রেখে ব্যাপক লুটপাট চালায়। তারা ওয়ারড্রব, ড্রেসিং টেবিল ও আলমারির লকার ভেঙে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার, ৫ লক্ষাধিক টাকা, দলিলপত্র, ব্যাংক চেক এবং মোবাইল ফোন লুট করে নেয়।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আ. মজিদ খান জানান, পরিবারের সদস্যদের স্বর্ণালঙ্কার তার স্ত্রীর কাছে গচ্ছিত ছিল। ডাকাতরা ওইসব অলংকার, মূল্যবান কাগজপত্র ও অর্থ লুট করে। তিনি বলেন, “আমার ভাই-বোন, মেয়েসহ আত্মীয়দের স্বর্ণালঙ্কার বাসায় গচ্ছিত ছিল। ডাকাতরা সবাইকে মারধর করেছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে লুটপাট চালিয়েছে।”
ডাকাতির সময় বড় ছেলে শাওন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই ডাকাতদল পালিয়ে যায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের দাবি, এ ধরনের ডাকাতি জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।