পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলের যমুনা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন তিনি। এসময় নদীভাঙ্গন রোধে গৃহীত ব্যবস্থাসহ ঐ এলাকার বসবাসরত জনগণকে নদী ভাঙ্গনের কবল হতে দ্রুত কিভাবে রক্ষা করা যায় সে ব্যাপারে তাদেরকে আশ্বাস দেন এবং সংশ্রিষ্ট বিভাগকে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। নদীভাঙ্গন রোধে ইতোমধ্যে যেসকল ব্যবস্থা নেয়া হয়েছে সেগুলি পর্যালোচনা করা হয় এবং যে সকল পয়েন্টগুলো ঝুঁকির মধ্যে রয়েছে সেসব স্থানে জিও ব্যাগ ফেলে নদীভাঙ্গন রোধ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়। এই এলাকার দাবিটি বাস্তবায়ন জরুরি, তা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লিখে জানানোর কথাও বলেন তিনি।
এর আগে সকালে জেলা প্রশাসক হোসনা আফরোজা পৌরসভা কার্যালয়ে এসে পৌঁছিলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহরিয়ার রহমান ফুল দিয়ে স্বাগত জানান। এরপর প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির,পানি উন্নয়ন শাখা-১ উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, যমুনা নদী ভাঙ্গন প্রতিরোধ এর আহবায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য সচিব রওশানুল কাওছার মানিক, বিএনপি নেতা মহিদুল ইসলাম, জনপ্রতিনিধি সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।