মীর ইমরান-মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের জেলা প্রতিনিধি গ্লোবাল টিভি’র এম এ কাইয়ুমের উপর অতকিত সন্ত্রাসী হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসীরা, শিবচর উপজেলার মাদবরেরচর হাই স্কুলের পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক এম এ কাইয়ুম শেখ (৪২) গুরুতর আহত হয়।
ঘটনাটি (২০ এপ্রিল) রবিবার আনুমানিক রাত ১১ টার দিকে এ সন্ত্রাসী হামলার শিকার হন।
শিবচর সাংবাদিক পরিবার ও স্থানীয় সুশীল সমাজের মাঝে ঐ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে।
ঐ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা দাবি জানানো হয়। অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার রার দাবি জানান তা না হলে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে বলে তাঁরা হুশিয়ারী উচ্চারণ করেন শিবচর সাংবাদিক পরিবার।
আহত সাংবাদিক এম এ কাইয়ুম বলেন,সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সির নেতৃত্বে ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল ওই স্থানে যাওয়ার পর অনাকাঙ্ক্ষিত তাঁর ওপর হামলা চালায়। কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রাখে। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীদল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা জন্য ভর্তি করা হয়। তিনি আরও বলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন(লাভলু) সিদ্দিকী এর ছবির সাথে সন্ত্রাসী রুবেল মুন্সির ছবি সংবলিত একটি লোহার সাইনবোর্ড টাঙিয়ে রাখে রাস্তার উপর, এসময় লোকজন যাতায়াত করে এক পর্যায় পথচারীদের মাথায় আঘাত লেগে একই দিনে ২ জন ব্যক্তির মাথা রক্তাক্ত হয়। ঐ সংবাদটি প্রচারের কারণে তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালায় রুবেল মুন্সী ও তার সন্ত্রাসী বাহিনীরা।
এ বিষয়ে সাজ্জাদ হোসেন (লাভলু) সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন গণমাধ্যমের উপর হামলা আমি কোন ভাবেই সমর্থন করি না,সন্ত্রাসী যে দলের হোক তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সন্ত্রাসীদের কোন দল নেই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ বলেন, সংবাদ পেয়ে আমার একটা টিম নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে তাঁকে নিয়ে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি এসময় সেনা বাহিনীও ছিল এবং সাংবাদিক একটি অভিযোগ দিয়েছে আমার দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
শিবচর, মাদারীপুর।