ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্রকে পদায়ন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ০৫.৪৭.০০০০.০০৬.০৮.০০২.২২-৫৯৯ নং স্মারক মূলে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী কমিশনার মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত আদেশ অনুযায়ী ১৩ জুলাই তারিখে তাকে অবমুক্ত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর দায়িত্ব পালন করবেন। একইসাথে তিনি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
দীপ জন মিত্র ৩৫তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত মনোনীত হয়ে বাংলাদেশ প্রশাসন ক্যাডারে যোগ দেন। তার প্রশাসনিক ক্যারিয়ারে তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি রাজস্ব শাখা, জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্রে কর্মরত ছিলেন।
সর্বশেষ তিনি শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ৮ জুলাই পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন ইউএনও হিসেবে দীপ জন মিত্র ভূরুঙ্গামারীতে কর্মরত থাকাকালীন জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী।