মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশি উপ-দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মৌসুমি ফল আম পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। উপহার হিসেবে পাঠানো এ আমের পরিমাণ ৪০০ কেজি।
বুধবার (৯ জুলাই) দুপুরে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল দিয়ে আমের চালানটি ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। ৮১টি কার্টনে এসব আম পাঠানো হয়। অন্যান্য রপ্তানি পণ্যের মতোই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এ চালান ভারতে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আকর্ষণীয় বিষয় হলো, সাধারণত এমন উপহারের চালান পাঠানোর সময় দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও এবারে ব্যতিক্রম ছিল। পাঠানো আম গ্রহণ বা বিদায় জানাতে দুই দেশের সীমান্তে কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান বিষয়টি নিশ্চিত করে বলেন,
“বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের নামে ৪০০ কেজি আম পাঠানো হয়েছে। রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বিল অব এন্ট্রির মাধ্যমে আমগুলো রপ্তানি করে।”
জানা যায়, ঢাকা মেট্রো-ণ-২০-২৭৯০ নম্বরের ট্রাকে করে আমের চালানটি বেনাপোল বন্দরে আসে। ট্রাকটি চালাচ্ছিলেন মো. মোক্তার নামে এক বাংলাদেশি চালক। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চালানটি দুপুরে ভারতের পেট্রাপোল বন্দরের উদ্দেশে রওনা দেয়।