মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;
সারা দেশের ন্যায় ময়মনসিংহের মুক্তাগাছায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্যের
উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার
উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুমা মুক্তাগাছা বড় মসজিদের সামনে
থেকে মিছিল বের হয়ে শহরের আটানীবাজার এলাকা, ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহা
সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে মুক্তাগাছা পৌরসভা চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার
বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতে
ইসলামীর আমীর অধ্যাপক শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, সাংগঠনিক
সম্পাদক হাবিবুল হক শরীফ, মুক্তাগাছা পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ,
আজিজুল হাকিম শাহিন প্রমুখ। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ
ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মীর সবুর আহমেদ